বরিশাল নগরীর কাউনিয়া এলাকার খাঁন বাড়ির পুকুর থেকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কর্মচারীর মো. হানিফ ঘরামীর ভাসমান (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১১টার দিকে তার লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। হানিফ নগরীর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাসেম ঘরামীর ছেলে এবং বিসিসি’র কর্মচারী।
নগরীর কাউনিয়া থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে খাঁন বাড়ি পুকুর থেকে ভাসমান অবস্থায় হানিফের লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাত ১১ টার পর থেকে সে নিখোঁজ ছিল। ময়না তদন্ত শেষে হানিফের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান।
বিডিপ্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৮/ ই জাহান