বরিশাল নগরীর রূপাতলী ও আমতলা মোড় এলাকায় যাত্রীবাহী বাসে পৃথক অভিযান চালিয়ে ৫০ মণ জাঁটকা সহ ৫ জনকে আটক করা হয়েছে।
মৎস্য বিভাগের সহায়তায় আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন) এবং বরিশাল সদর নৌ-থানা পুলিশ গত মঙ্গলবার রাতে এই অভিযান পরিচালনা করে।
বরিশাল এপিবিএন’র এসআই ফয়সাল আহমেদ এবং সদর নৌ-থানার এসআই মো. সোহাগ ফকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল নগরীর রূপাতলী এলাকায় নৌ-থানা পুলিশ ও আমতলা এলাকায় আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সদস্যরা পৃথক অভিযান চালায়। এ সময় ঢাকা ও বেনাপোলগামী কয়েকটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ৫০ মণ জাঁটকা জব্দ করা হয়। এর সাথে জড়িত থাকার অভিযোগে মো. নুরুল ইসলাম, এবায়েদুল, হাফিজুল, গোপাল বনিক ও মো. আসাদুজ্জামানকে আটক করা হয়।
ওই রাতেই আটককৃতদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল হুসেইন খানের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। এদিকে জব্দ জাঁটকা বিভিন্ন এতিমখানা এবং দুঃস্থদের মাঝে বিনামূল্যে বিতরন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিডিপ্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৮/ ই জাহান