রাজধানীর যাত্রাবাড়ী শেখদি স্কুল রোড এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ বিকেলে ওই এলাকার একটি বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মা শাহানারা বেগম (৪০) ও মেয়ে শারমিন (১৩)।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, বাড়ির ছাদে পাশে থাকা একটি রড সরাতে গেলে মা ও মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহতদের পরিবারের কোনো অভিযাগ না থাকার তাদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার