চিকুনগুনিয়া যাতে গতবারের মত ভোগাতে না পারে, সেজন্য রাজধানীবাসীকে এবার আগেভাগেই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। বুধবার ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে এ আহ্বান জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভেতরে নিজের হাতে ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটিয়ে এ কর্মসূচির সূচনা করেন মেয়র সাঈদ খোকন। এসময় তিনি বলেন, দেশের অন্য সিটি করপোরেশনের তুলনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশার উৎপাত কম।
তিনি আরও বলেন, মশা প্রজনন ক্ষেত্রগুলোকে আমরা ধ্বংস করে দেব। যাতে মশার উপদ্রব থেকে স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারি। আগামী ২ সপ্তাহ সিটি করপোরেশনের প্রায় ৩শ’ কর্মী এ কর্মসূচিতে অংশ নেবেন।
এ সময় ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদুর রহমান রতনসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, বিডি ক্লিনের সেচ্ছাসেবী এবং সিটি করপোরেশনের মশক নিধন কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম