ঢাকা আইনজীবী সমিতির (বার) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট গণনা হবে বৃহস্পতিবার। বুধবার সকাল ৯টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৫টায় শেষ হয় ভোট। এর আগে মঙ্গলবার প্রথম দিনে ভোট দিয়েছেন ৩ হাজার ৬৫২ জন ভোটার। দুই দিনে ভোট দিয়েছেন ৯ হাজার ১১ জন।
ঢাকা বারের সাবেক সভাপতি খোন্দকার আব্দুল মান্নান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
এ নির্বাচনে ২৭টি পদের বিপরীতে ৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৭ জন এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৭ জন। নির্বাচনে মৌসুমী বেগম নামে একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
উল্লেখ্য, এর আগে প্রার্থীদের মধ্যে সাদা প্যানেলের সভাপতিসহ ১৩ জনই গতবারের পরাজিত প্রার্থী। ২০১৭-২০১৮ কার্যবর্ষের নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেল জয়লাভ করে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল মাত্র ছয়টি পদে জয়লাভ করেছিলেন।
বিডি প্রতিদিন/১ মার্চ, ২০১৮/ওয়াসিফ