রাজধানীর পল্লবী ও ভাটানা থানায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে এ দুটি দুর্ঘটনা ঘটে।
রাতে মোটরসাইকেলে করে বনানী এলাকা থেকে মিরপুরের বাসায় ফিরার পথে পল্লবী থানার কালশিতে একটি ট্রাকের ধাক্কায় নাজমুল হোসেন রৌদ্দু (৩০) ও তার বন্ধু আমিনুল গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত তিনটার দিকে নাজমুলের মৃত্যু হয়।
এদিকে, ভাটার থানার নতুন বাজার এলাকায় একটি গাড়ির ধাক্কায় রুমন নামে এক চা-বিক্রেতা গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে রুমনের মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের মরদেহ দু’টি মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/০১ মার্চ, ২০১৮/মাহবুব