রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ছুরিকাঘাতে আহত স্কুলছাত্র রাকিবুল (১৪) মারা গেছে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, গতকাল বুধবার সন্ধ্যায় কাজলা এলাকায় ছুরিকাঘাতে রাকিবুল ও তার সহপাঠী ইমরান হোসেন মুন্না (১৫) আহত হয়। ইমরান বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
রাকিবুল ও মুন্না যাত্রবাড়ী মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।যাত্রাবাড়ীর মাতুয়াইলের পশ্চিমপাড়ায় তাদের বাসা।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান রাকিবুলের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের এক বন্ধু তার বান্ধবীকে নিয়ে ওই এলাকায় বেড়াতে স্থানীয় ছেলেরা তাদের উপর হামলা চালায়।
বিডি-প্রতিদিন/০১ মার্চ, ২০১৮/মাহবুব