রাজশাহীতে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের বাধার কারণে প্রথমে লিফলেট বিতরণ করতে পারেননি দলটির নেতারা। তবে পরে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে লিফলেট বিতরণ করা হয়।
বেলা ১১টার দিকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মালোপাড়ায় মহানগর কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচির শুরুর চেষ্টা করেন নেতাকর্মীরা। এসময় পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে দলীয় কার্যালয়ে জড়ো হন। তবে এর ঘণ্টাখানেক পর বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে তারা লিফলেট বিতরণ করেন।
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু অভিযোগ করেন, পুলিশের পোশাক পরে ছাত্রলীগের কর্মীরা বিএনপির কর্মসূচিতে বাধা দিয়েছে। মিজানুর রহমান মিনু ছাড়াও এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ।
বিডি প্রতিদিন/ ০১ মার্চ, ২০১৮/ই জাহান