বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন (বিপিএ) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর সেগুনবাগিছায় ফিরোজা বারী হাসপাতালে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ডা. দলিলুর রহমান ও ডা. ফরিদ উদ্দিন পরিষদ ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে।
নির্বাচনে সহ সভাপতি ডা. এম ইয়াছিন আলী, ডা. ইয়াসমিন আরা (ডলি), ডা. প্রদীপ কুমার সাহা, ডা. মাকসুদুল আলম, ডা. জগলুল হাই রাসেল, ডা. আল মামুন অর রশিদ ও ডা. আরিফ জুবায়ের, সাংগঠনিক সম্পাদক ডা. মনোয়ারুল হক, অর্থ সম্পাদক ডা. মনিরুল হক, যুগ্ম সম্পাদক ডা. জাকারিয়া ফারুক, ডা. মাশুক রায়হান উপল, ডা. মহসিন কবির ও ডা. মিজানুর রহমান, শিক্ষা ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. ওসমান গনি রনি, গবেষণা ও প্রকাশনা সম্পাদক ডা. অভিজিৎ বৈদ্য, বিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পাদক ডা. আকশাফুল ইমাম, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক ডা. রেবেকা সুলতানা, দপ্তর সম্পাদক ডা. নাজমুল ইসলাম, প্রেস ও জনসংযোগ সম্পাদক ডা. আকলিমা চৌধুরি আশা, সহ সাংগঠনিক সম্পাদক ডা. রাহুল দেবনাথ, নির্বাহী সদস্য ডা. মাহতাব উদ্দিন, ডা. মাইনুল হাসান, ডা. সুজন পাল, ডা. কাওসার বিন রিজওয়ান, ডা. আবু বকর সিদ্দিক নির্বাচিত হয়েছেন। এই কমিটি আগামী ২ বছর বাংলাদেশে ফিজিওথেরাপি পেশার উন্নয়নে কাজ করবে।
নির্বাচন পরিচালনা করেন ডা. নজরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার এডভোকেট মাসুমা আক্তার ও নির্বাচন সচিব ডা. দবির হোসেন দিনু।
বিডি প্রতিদিন/২ মার্চ ২০১৮/হিমেল