ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ রাজেন্দ্রপুরের মোল্লাপুর এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর নগরকান্দা উপজেলার চান মিয়ার ছেলে মিজানুর রহমান। তার পকেটে থাকা আইডি কার্ড দেখে জানান যায় তিনি প্রতিদিন খবর.কম-এর সম্পাদক।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন