রাজধানীর ভাটারা নূরের চালা এলাকার একটি বাসায় মনিরুল ইসলাম নামে (৩৫) এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনিরুল ইসলাম ওই এলাকার সাহেদ আলীর ছেলে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/৪ মার্চ ২০১৮/হিমেল