এশিয়ার বৃহত্তম বার খ্যাত ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ২০১৮-১৯ মেয়াদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের গোলাম মোস্তফা খান। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী পরিষদের মিজানুর রহমান খান।
সভাপতি পদে নীল প্যানেলের গোলাম মোস্তফা খান ৪ হাজার ৮১০ ভোট পেয়ে সাদা প্যানেলের প্রার্থী আব্দুর রহমান হাওলাদারকে পরাজিত করেন। হাওলাদার পান ৪ হাজার ৪৬ ভোট। আর সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলের মো. মিজানুর রহমান মামুন ৪ হাজার ৮১২ ভোট পেয়ে নীল প্যানেলের প্রার্থী হোসেন আলী খান হাসানকে পরাজিত করেন। হাসান পান ৪ হাজার ৪৯ ভোট।
ভোট গণনা শেষে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট খন্দকার আব্দুল মান্নান এ ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনেআওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
২৭ পদের মধ্যে সাধারণ সম্পাদক ও অপর ৭টি সম্পাদকীয় পদসহ ১৪টি পদে বিজয়ী হয়েছে দলটি। অপরদিকে, বিএনপি জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) সভাপতি ও অপর ৩টি সম্পাদকীয় ১৩টি পদে জয়লাভ করেছে।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে ১৬ হাজার ১২৯ ভোটারের মধ্যে ৯ হাজার ১১ ভোটার ভোট দিয়েছেন। রাত ১২টা ৫ মিনিটে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খন্দকার আবদুল মান্নান।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর