লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ভালো আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী ড. ইয়াসমিন হক।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সিএমএইচে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
ড. ইয়াসমিন বলেন, দেশবাসী ও ড. জাফর ইকবালের শিক্ষার্থী-শুভানুধ্যায়ীদের জানাতে চাই, তিনি ভালো আছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের চিকিৎসকরাই তার সেবায় সর্বোচ্চ চেষ্টা করছেন বলে তাকে বিদেশে পাঠানোর প্রয়োজন নেই।
ড. ইয়াসমিন সবার কাছে জাফর ইকবালের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়ে বলেন, সবার উদ্দেশে বলতে চাই, জাফর ইকবাল মানসিকভাবে খুবই ভালো আছেন।
উল্লেখ্য, শনিবার বিকেলে সিলেটের হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ফয়জুর রহমান নামে এক যুবকের ছুরিকাঘাতে আহত হন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবাল। ড. ইয়াসমিনও একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন