জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, মেডিকেল এসোসিয়েশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও উদীচীর খুলনা সংসদসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান।
রবিবার সকালে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক সমিতি ন্যাক্কারজনক এই হামলার প্রতিবাদে মাননববন্ধন করে। এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আফরোজা পারভীন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান দুস্কৃতিকারীদের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একইভাবে খুলনা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদ ও খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ঘটনার নিন্দা জানিয়েছে।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) খুলনা জেলা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম ও সাধারণ সম্পাদক ডা. মো. মেহেদী নেওয়াজ এক বিবৃতিতে হামলায় জড়িত আসামিদের গ্রেফতার ও ঘটনার কারণ উদঘাটনের দাবি জানান। সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার আহবায়ক হুমায়ুন কবীর ববি ও সদস্য সচিব কাজল ইসলাম অনুরূপ বিবৃতিতে জাফর ইকবালের ওপর হামলার নিন্দা জানান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন