রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (৩৫) এক নারী নিহত হয়েছেন।
রবিবার দিবাগত রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীধাম চন্দ্র রায় জানান, রাতে বিমানবন্দর গোলচত্বর থেকে ১০০ মিটার দূরে মেইন রাস্তায় যানবাহনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ওই নারী।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডিপ্রতিদিন/ ০৪ মার্চ, ২০১৮/ ই জাহান