রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার দিবাগত রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ জানান, রাতে বিমানবন্দর রেলস্টেশনের উত্তর পাশে রেলক্রসিং পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এসময় চট্টগ্রাম থেকে ঢাকার কমলাপুরগামী কর্ণফুলী এক্সেপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, ওই ব্যক্তির পরনে থ্রি কোয়াটার পেন্ট ও ক্রিম কালারের গেঞ্জি ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে
বিডিপ্রতিদিন/ ০৫ মার্চ, ২০১৮/ ই জাহান