রাজধানীর উত্তরায় ভবন থেকে পড়ে বাবু (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ দুপুর পৌনে ১২টার দিকে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বাবু উত্তরায় চারতলার একটি ভবনের বাইরের দিকে ঝুলন্ত মই দিয়ে দেওয়াল রঙয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানবশত হঠাৎ মই থেকে নিচে পড়ে যান বাবু। এতে গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/৫ মার্চ ২০১৮/হিমেল