জাতীয় সংসদের সংরক্ষিত আসন বাতিল করে সরাসরি ভোটে নারীদের নির্বাচনে অংশগ্রহণসহ বিভিন্ন দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন, আসন সংখ্যা এক তৃতীয়াংশ বৃদ্ধি এবং নির্বাচনী এলাকা পুননির্ধারণ করার দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বরিশাল সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা মহিলা পরিষদ সভানেত্রী রাবেয়া খাতুন।
বক্তব্য দেন মহিলা পরিষদ সাধারণ সম্পাদিকা পূস্প রানি চক্রবর্তী, নারী নেত্রী অধ্যাপক শাহ্ সাজেদা, আনোয়ার জাহিদ, হিরন কুমার দাস মিঠু, রনজিৎ দত্ত্ব, রফিকুল ইসলাম, কাজী এনায়েত হোসেন বাচ্চু।
বিডি প্রতিদিন/৫ মার্চ, ২০১৮/ফারজানা