অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জামায়াতের এ দেশ থাকার কোনো অধিকার নেই। আজ দুপুর সচিবলায়ে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিএস ইকোনোমি সার্ভিসেস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় বিএনপির প্রতিক্রিয়ার বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপির কথায় মনে হয় তারা জামায়াতকে সঙ্গে নিয়ে এটি করেছে। জামায়াত দেশের শত্রু, তাদের এ দেশে থাকার কোনো অধিকার নেই।
বিডি প্রতিদিন/৫ মার্চ ২০১৮/হিমেল