শিরোনাম
- বোতলের আঘাতে প্রাণ গেল ব্রিটিশ তরুণের, জার্মান নাগরিকের ৭ বছরের কারাদণ্ড
- দিল্লির গোলামি থেকে মুক্ত হয়ে ওয়াশিংটনের দাসত্ব মেনে নেওয়া হবে না : মামুনুল হক
- দীর্ঘ ১৪ বছর পর প্রত্যাবর্তন অ্যাঞ্জেলিনা জোলির
- আইফোনে আবারও ব্লক ফোর্টনাইট
- জাতীয় নারী টি-টুয়েন্টি খেলতে খুলনায় চট্টগ্রাম বিভাগীয় দল
- গণশিক্ষার শিক্ষকদের বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় মানববন্ধন
- ভারত থেকে পুশইন, পঞ্চগড়ে ১১ জন আটক
- তরুণদের টার্গেট করে বিএনপির সদস্য সংগ্রহ শুরু
- মাদক ও দুর্নীতি কমানো গেলে দেশ এগিয়ে যাবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বরিশালের যুবক নিহত
- ‘এই সরকারের একমাত্র ম্যান্ডেট স্বচ্ছ-নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা’
- আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম খান
- যুক্তরাষ্ট্রে ৩ মাস জেল খেটে ফিরেই বিমানবন্দরে আটক যুবলীগ নেতা
- আদালতের লাগাতার রুলিংয়ে ক্ষুব্ধ ট্রাম্প
- অবশেষে জানা গেল ‘ধামাল ৪’ মুক্তির তারিখ
- ভাঙ্গায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার
- শপথ গ্রহণ নিয়ে যা বললেন ইশরাক
- ইউক্রেন-রাশিয়া শীর্ষ সম্মেলন যুদ্ধ অবসানে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’: এরদোগান
- বগুড়ায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদকারী মা-বাবা নিরাপত্তাহীনতায়
- আমি ছাড়াও সেই আইনজীবীর হাতে অনেকেই যৌন হেনস্থার শিকার: নিমরিত
রাজশাহী বারের নির্বাচনে বিএনপির ভরাডুবি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা। মোট ২১ পদের বিপরীতে সভাপতি-সম্পাদকসহ ১৮ পদেই জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।
সভাপতি পদে লোকমান আলী পেয়েছেন ২৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাম্মেল হক পেয়েছেন ২২৩ ভোট। আর সাধারণ সম্পাদক পদে একরামুল হক পেয়েছেন ২৯২ ভোট। একরামুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী জমসেদ আলী পেয়েছেন ২২৭ ভোট। গত বছরের নির্বাচনেও লোকমান আলী ও একরামুল হক একই পদে নির্বাচিত হয়েছিলেন।
এবার নির্বাচনে তাদের পরিষদ থেকে সহ-সভাপতি পদে সুনির্মল সাহা, সৈয়দা মর্জিনা খাতুন ও এন্তাজুল হক বাবু; যুগ্ম সাধারণ সম্পাদক পদে শিরাজী শওকত সালেহীন এলেন ও সাজেমান আলী; হিসাব সম্পাদক পদে আখতারুল আলম বাবু, গ্রন্থাগার সম্পাদক পদে মোহাম্মদ আলী, অডিট সম্পাদক পদে হেলাল আহমেদ ও প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক পদে জালাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।
এছাড়া এই পরিষদ থেকে সদস্য পদে জয়লাভ করেছেন আসির উদ্দিন, শফিকুল ইসলাম রেন্টু, আহসান হাবিব রঞ্জু, মিজানুর রহমান বাদশা, ইমাম হাসান, শেখ তোজাম্মেল আহমেদ ও সাদিকুল ইসলাম।
অপরদিকে, মোজাম্মেল-জমসেদ আলী পরিষদ থেকে শুধুমাত্র ম্যাগাজিন অ্যান্ড কালচার সম্পাদক পদে মনোয়ারা বেগম এবং সদস্য পদে এরশাদ আলী ও আফতাবুর রহমান জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। দুপুরে বিরতি থাকে এক ঘণ্টা। অ্যাডভোকেট শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। ভোট গণনা শেষে রাত সাড়ে ১০টার দিকে তিনিই নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন। কমিশনের অপর দুই সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম ও অ্যাডভোকেট শামীম হায়দার দারার উপস্থিতিতে এই ফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে ৫৫৪ জন ভোটারের মধ্যে ৫২৮ জন তাদের ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে আওয়ামী লীগ ও বাম সমর্থিত এবং বিএনপি-জামায়াত সমর্থিত দুই প্যানেল থেকে ৪২ জন ছাড়াও স্বতন্ত্র ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিডি প্রতিদিন/২৩ মার্চ ২০১৮/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর