ঢাকাস্থ ডুমাইন ইউনিয়ন জনকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত স্কুল শিক্ষার্থীর শিক্ষা সফর-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার তারা ঢাকায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার এবং মুক্তিযুদ্ধ জাদুঘর ভ্রমণ করেন। এতে ফরিদপুরের মধুখালী থানার অন্তর্গত ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষা সফরে সংগঠনের আহবায়ক প্রফেসর ড. এসএম ওয়াহিদুজ্জামান, যুগ্ম-আহবায়ক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব শাহ আজাদ মাহবুব বিপ্লব, সদস্য ডা. পিযুষ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ২৪ মার্চ, ২০১৮/ ই জাহান