রাজধানীর কদমতলীর খোরশেদ আলী সরদার রোডে একটি বাসায় ঘুমন্ত অবস্থায় স্ত্রী সুমি আক্তারের (২৮) পায়ের রগ কেটে দিয়েছে স্বামী মহিন। পরে আহত সুমিকে উদ্ধার করে শ্যামলীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
সুমির পিতা জাকির হোসেন জানান, মহিনকে গত ৫ বছর আগে তার মেয়ে ভালবেসে বিয়ে করে। বিয়ের কিছুদিন তার মেয়ে সুমি ভালো ছিল। পরে তার স্বামী মহিন মাদক আশক্ত হয়ে পরে। মাদকসহ নানা কারণে ঘুমন্ত অবস্থায় রাতে সুমির বাম পায়ে গোড়ালির উপরে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে ফেলে। পরে তার স্বামী মহিন পালিয়ে যায়।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, ঘটনা শুনেছি, বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/২৫ মার্চ ২০১৮/হিমেল