হাসপাতাল থেকে বিভিন্ন সময় বাচ্চা চুরির কথা শোনা যায়। কিন্তু শুধু হাসপাতাল নয়, বড় বড় শপিং মল থেকেও বাচ্চা চুরির ঘটনা ঘটে। হাসপাতাল ও শপিং মল থেকে ২০১৭ সালে এ রকম ১৪টি বাচ্চা চুরি করা হয়। যার মধ্যে কেবল ৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শপিং মলে গিয়ে কোনোভাবে মা-বাবার চোখের আড়ালে চলে যাওয়া বাচ্চাদেরই মূলত টার্গেট করে চোররা। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের অনুসন্ধানী প্রতিবেদনমূলক অনুষ্ঠান টিম আন্ডারকাভারে এমন দৃশ্য তুলে ধরা হয়েছে। বিস্তারিত জানতে ভিডিওতে ক্লিক করুন।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ, ২০১৮/মাহবুব