খুলনার ফুলতলা এলাকায় গরু চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
রবিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফুলতলা থানার ওসি আসাদুজ্জামান মুন্সি জানান, ফুলতলার জামিরা পটিয়াবান্দা এলাকায় রবিবার সকালে গরু চোর সন্দেহে স্থানীয়রা অজ্ঞাত পরিচয়ের এক যুবককে বেদম মারপিট করে। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ, ২০১৮/মাহবুব