স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সাফল্য উদযাপন উপলক্ষে গরিব ও জেলেদের মাঝে ৩৭০টি লাইফ জ্যাকেট বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রবিবার বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, এদিন উপকূলীয় অঞ্চলের ১ হাজার ৩০ জন গরিব ও অসহায় নারী, শিশু ও পঙ্গুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সরকারের দিক নির্দেশনায় উপকূলীয় অঞ্চলে কোস্টগার্ড বাহিনী এই ধরনের জনকল্যাণমূলক কাজ ভবিষৎতেও অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ, ২০১৮/মাহবুব