১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাত্রী গণহত্যা স্মরণে এবং শহীদদের আত্মার শান্তি কামনায় বরিশালে অন্ধকারের মধ্যে এক মিনিটের নিরবতা পালন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রবিবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত নগরীর সদর রোডের সোহেল চত্তরের দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়। পরে তারা ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে কর্মসূচী শেষ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, সহসভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু এবং সাধারন সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে ২৫ মার্চ কালো রাত্রীর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবীতে গতকাল সন্ধ্যায় নগর ভবনের সামনে জেলা পরিষদ পুকুরের চারপাশে আলোক প্রজ্জলন করা হয়।
বরিশাল নিউজ এডিটর কাউন্সিলের উদ্যোগে এই মোমবাতি প্রজ্জলনের আয়োজন করা হয়। এ সময় বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ই- জাহান