রাজশাহীতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শহিদুল ইসলাম (৩৫)। তিনি জেলার বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
রবিবার গভীর রাতে মহানগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শহিদুল জেলা পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। তার বিরুদ্ধে চারঘাট থানায় বিস্ফোরক আইনের একটি মামলা আছে। দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিলেন এই জেএমবি সদস্য।
ওসি জানান, জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। এরপর সোমবার সকালে তাকে আগের মামলাটিতে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগরে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৮/মাহবুব