মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় রাজধানীতে প্রায় ২০০ মোটরসাইকেল নিয়ে বাইক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এই র্যালি অনুষ্ঠিত হয়।
পূর্বাচল বাইকার্স ক্লাবের একজন মুখপাত্র জানান, 'সৌখিন ইচ্ছার সাথে বসুন্ধরা সিমেন্ট যুক্ত হয়ে আমাদের কর্মকাণ্ডকে দেশপ্রেমের সাথে সমন্বয় করতে সহায়তা করেছে। যার ফলে মহান স্বাধীনতা দিবসে আমরা চমৎকার র্যালি করতে পেরেছি।'
পূর্বাচল বাইকার্স ক্লাবের আয়োজনে র্যালিটি রাজধানীর ৩০০ ফিট এলাকা, বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্ক- ১ এর নিকট এসে শেষ হয়।
বিডি প্রতিদিন/২৬ মার্চ ২০১৮/আরাফাত