রাজধানীর খিলক্ষেত যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা লিপি (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শেওড়া ফুটওভার ব্রিজের নিচে আজ বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই তরুণী মারা যান এবং গুরুতর আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে নিহতের বাবা-মা ঘটনাস্থলে ছুটে আসেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার