মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
আজ সোমবার সকালে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ’র নেতৃত্বে ডিআরইউ'র সদস্যরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় ডিআরইউ অর্থ সম্পাদক মানিক মুনতাসির, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম হাসিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক ভূইয়া, কার্যনির্বাহী সদস্য কামাল মোশারেফ এবং সংগঠনের সদস্য আয়াতুল্লাহ আকতার, জিল্লুর রহিম আজাদ, আব্দুল লতিফ রানা, রুদ্র রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর