নেপালে বিমান দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শাহিন ব্যাপারীর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শাহিনের ময়নাতদন্ত সম্পন্ন হবার পর লাশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলাবাড়ি মুজিববাগ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়।
লাশ গ্রামের বাড়িতে আসার পর সিদ্ধিরগঞ্জে শোকের ছায়া নেমে আসে। পরে রাত সাড়ে ১১ টায় সিদ্ধিরগঞ্জ পাইনাদি মিঝমিঝি কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে তার নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
শাহিনের পাশের বাড়ির জাকির হোসেন জানান, একেবারেই অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আমরা সকলের কাছে দোয়া চাই।
বিডি প্রতিদিন/২৭ মার্চ ২০১৮/হিমেল