বরিশালে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। সারা দেশের সাথে একযাগে সোমবার সকাল ১০টায় এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথমপত্র পরীক্ষা। এবার বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ১১৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৩২টি কলেজের ৬৩ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী।
এর মধ্যে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ১২ হাজার ৯৪২ জন, মানবিক বিভাগে ৩৩ হাজার ৫৭৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থী ১৬ হাজার ৮১০ জন। এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৪৯ হাজার ২২৫ জন, অনিয়মিত ১৩ হাজার ৫৬৮জন, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৫১৭জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ১৭ জন।
বছর জুড়ে প্রস্তুতি ভালো হওয়ায় হলে প্রত্যাশা অনুযায়ী ভালো পরীক্ষা দেওয়ার আশার কথা জানিয়েছেন পরীক্ষার্থীরা। প্রশ্ন ফাঁসের কোন খবর বা গুজব না থাকায় স্বস্তিতে রয়েছেন তারা।
অপরদিকে প্রস্তুতি ভালো হওয়ায় সন্তানদের ভালো পরীক্ষার আশায় কেন্দ্রে বাইরে অপেক্ষা করেন অভিভাবকরা। প্রশ্নপত্র ফাঁসের বিড়ম্বনা থেকে রেহাই পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তারাও।
সকালে পরীক্ষা শুরুর পরপরই নগরীর সরকারী বরিশাল কলেজ কেন্দ্র পরিদর্শন করেন বরিশালের জেলা প্রশাসক এবং শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের কোন খবর নেই। কেন্দ্রের ভেতরের চিত্রও ভালো।
অপরদিকে ভারপ্রাপ্ত বোর্ড চেয়ারম্যান প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন, এবার কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি রয়েছে। শিক্ষার্থীদের মান সম্পন্ন পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্রে অবাঞ্চিত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
বিডি প্রতিদিন/২ এপ্রিল ২০১৮/হিমেল