ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান জানান, শুষ্ক মৌসুমে পানির তেমন কোনো সমস্যা হবে না। যেটা আছে প্যাকেট সমস্যা। ঢাকা ওয়াসার পানি ব্যবস্থাপনা আমাদের নিয়ন্ত্রণে আছে।
সোমবার সকালে ঢাকা ওয়াসার কনফারেন্স রুমে ‘আসন্ন শুষ্ক মৌসুমে পানি সরবরাহে ঢাকা ওয়াসার প্রস্তুতি’ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এসময় তাকসিম এ খান বলেন, অপরিকল্পিত ঢাকা শহরে পরিকল্পিত পানি ব্যবস্থাপনা কিভাবে চাইবেন। মেগা সিটিতে আমরা তারপরও পরিকল্পিত পানি ব্যবস্থাপনা দিয়ে যাচ্ছি। আমরা প্রায় ২ কোটি মানুষকে পানি দেই। আসছে বর্ষা মৌসুমে জলজট খুব একটা হবে না বলেও জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আক্তারুজ্জামান।
বিডি প্রতিদিন/২ এপ্রিল ২০১৮/ওয়াসিফ