চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি ও রাজনৈতিক দল বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
রবিবার দিবাগত রাত একটার দিকে ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন। তিনি এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
এর আগে, গত ১৫ মার্চ মধ্যরাতে বদরুদ্দোজা চৌধুরীর মাইল্ড স্ট্রোক হয়। এরপর গত ২৪ মার্চ চেকআপের জন্য ব্যাংককের বামরুনগ্রাড ইন্টারন্যাশনাল হাসপাতালে যান।
বি. চৌধুরীর ছোট মেয়ে ডা. শায়লা চৌধুরী জানান, বামরুনগ্রাড হাসপাতালে তার বাবার সম্পূর্ণ চেকআপ শেষে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
এদিকে, সাবেক এই রাষ্ট্রপতি তার সুস্থতা কামনা করে দোয়া করার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৮/মাহবুব