নেত্রকোনায় চাঞ্চল্যকর স্বামী-স্ত্রী হত্যা মামলার মূল ছয় আসামির মধ্যে পাঁচজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সোমবার তাদের স্বাীকারোক্তিমূলক জবানবন্দীতে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।
গ্রেফতারকৃতরা হলেন- সাতপাই এলাকার রাসেল মিয়া (২১), পলাশ (২২), রুবেল মিয়া (২১), আতিকুল ইসলাম (১৯) এবং পলাশ মিয়া (২২)।
বিকালে ১৬৪ ধারায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর হোসাইন আসামিদের জবানবন্দী গ্রহণ করেন।
পিবিআই'র ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক জানান, গত বছরের ১০ অক্টোবর সাতপাই এলাকার মিহির কান্তি বিশ্বাসের বাসায় আসামিরা পরিকল্পিতভাবে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে।
এক পর্যায়ে তাদের দেখে ফেললে মিহির কান্তি বিশ্বাসকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলা হয়। এসময় মিহির কান্তি বিশ্বাসের স্ত্রী সমাজসেবার কার্যালয়ের মাঠকর্মী সহিতা চন্দ তুলিকা রান্নাঘরে পলাশ নামের একজনকে ধরে ফেলে। এরপর তারা সহিতা চন্দকেও হত্যা করে। ঘটনার দু'দিন পর নেত্রকোনা মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতদের ছেলে সুমন বিশ্বাস বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
গত তিনমাস পূর্বে নেত্রকোনা পুলিশ মামলাটি পিবিআই এ হস্তান্তর করার পর শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতারের পর সোমবার বিকালে তাদের আদালতে সোপর্দ করা হয়। দীর্ঘ ৬ মাস পর মূল আসামিদের গ্রেফতার করায় মামলার বাদী সুমন বিশ্বাস সন্তুোষ প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/২ এপ্রিল ২০১৮/আরাফাত