রাজধানীর মিরপুরের কাফরুল এলাকার পূর্ব কাজীপাড়ার পোশাক কারখানায় আগুন লেগে দগ্ধ তিনজনের মধ্যে আল-আমিন (১৯) নামে আরও একজন মারা গেছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ওই কারখানায় আগুন লেগে তিনজন দগ্ধ হন। এ ঘটনার একদিন পর মাইনুদ্দিন (২২) নামে একজন মারা যান।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে।
বিডি প্রতিদিন/৩ এপ্রিল ২০১৮/হিমেল