বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
মিটিলটি কিছুদূর যাওয়ার পর তাঁরকাটা দিয়ে বাধা দেয় পুলিশ। এরপর ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, হেলালুজ্জামান তালুুুুকদার লালু, মুক্তিযোদ্ধা মো. শোকরানা, লাভলী রহমান, রেজাউল করিম বাদশা, মাফতুন আহমেদ খান রুবেল, পরিমল চন্দ্র দাস, নাজমুল হুদা পপন, রফিকুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, সাইদুল কবির, আলীমুর রাজি তরুন, মাজেদুর রহমান জুয়েল, মাসুদ রানা প্রমুখ।
সমাবেশে ভিপি সাইফুল বলেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/৩ এপ্রিল, ২০১৮/ফারজানা