রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে রিফাত হায়াত (২৫) নামে এক যুবককে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব।
আজ মঙ্গলবার দুপুরে র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগের একটি বাসায় অভিযান চালিয়ে রিফাত হায়াতকে আটক করা হয়।
আটক রিফাতের কাছ থেকে একটি মোবাইল, একটি ল্যাপটপ ও বিপুল পরিমাণ জিহাদি বই জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/০৩ এপ্রিল ২০১৮/এনায়েত করিম