ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ রেজার ও রং ফর্সাকারী ক্রীম জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে নেপালের কাঠমান্ডু থেকে BG 072 ফ্লাইট যোগে আগত ২জন যাত্রীর নিকট থেকে এ বিপুল পরিমাণ ম্যাক্স থ্রি রেজার এরং ওলে ব্রান্ডের রং ফর্সাকারী ক্রীম আটক করে।
যাত্রীগণ কোন প্রকার ঘোষণা ছাড়াই গ্রীন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হবার সময় যাত্রীগণের লাগেজ আটকানো হয়। পরে লাগেজগুলো ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। ব্যাগগুলোতে ২১০ পিস ম্যাক্স থ্রি রেজার এবং ৪৫ কেজি (৫০০ পিস) থাইল্যান্ডের তৈরী ওলে ব্রান্ডের রং ফর্সাকারী ক্রীম পাওয়া যায়।
আটককৃত পণ্যের বাজারমূল্য মোট প্রায় পাচঁ লক্ষ টাকা। আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/ ই জাহান