রোগীদের সন্তুষ্টি নিশ্চিত করতে সকলকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র উপাচার্য কনক কান্তি বড়ুয়া।
মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও নার্সিং অফিসারদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি।
চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন উপাচার্য।
মতবিনিময় সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভা পরিচালনা করেন রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান।
বিডি প্রতিদিন/০৩ এপ্রিল ২০১৮/এনায়েত করিম