খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সীমিত আকারে ইভিএম এর ব্যবহার করা হবে। তবে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোন সিদ্ধান্ত নেই নির্বাচন কমিশনের।
আজ দুপুরে খুলনায় নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম এসব কথা জানিয়েছেন।
তিনি বলেন, এর আগেও খুলনার খালিশপুরের দু’টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়েছে। কিন্তু ওইসব মেশিন বর্তমানে সচল নাই। রংপুর সিটি নির্বাচনের একটি কেন্দ্রে নতুন ধরনের ইভিএম পদ্ধতি ব্যবহার করা হয়েছে। সব ধরনের প্রস্তুতি নিতে পারলে খুলনা সিটি নির্বাচনেও সীমিত আকারে ইভিএম এর প্রয়োগ করবো।
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে নির্বাচন কমিশনার বলেন, সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রয়োজনের ওপর নির্ভর করে। যদি প্রয়োজন না হয় এই স্থানীয় সরকার নির্বাচনে আমরা সেনাবাহিনী আনতে চাই না। আমরা ইতোমধ্যে রংপুর সিটি নির্বাচন করেছি, যেটি মডেল নির্বাচন হিসেবে পরিচিতি পেয়েছে। সেখানেও সেনাবাহিনী মোতায়েন করা হয়নি।
এর আগে তিনি খুলনায় রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এই নির্বাচনে সব দলের প্রার্থীদের সমান সুযোগ দেয়া হবে। নির্বাচন সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এসময় নির্বাচন কমিশনের যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান, মো. সেলিম মিয়া, মোখলেছুর রহমান, অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন