বরিশালে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে জনসচেতনতামুলক কার্যক্রম জোরদারকরণের লক্ষে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে দিনব্যাপী এ আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রালয়ের সহযোগিতায় এবং বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলমের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রলয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান, যুগ্ম সচিব আমিন উল্লাহ নুরী, বরিশাল রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাহফুজুর রহমান, সামরিক গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই’র) বরিশালের প্রধান কর্নেল মো. শরিফুল ইসলাম। সংলাপে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেন, কোনো ধর্মের মধ্যে হিংসা-বিদ্বেষ ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। বাংলাদেশে যে যার সংস্কৃতি নিজস্ব স্বাধীনভাবে পালন করবে। এখানে অবৈধভাবে কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কোনো সুযোগ নেই।
বিভাগীয় পর্যায়ের আন্তঃধর্মীয় সংলাপে বিভাগের সকল জেলার জেলা প্রশাসক, রাজনীতিবিদ, সাংবাদিক, আলেম সমাজ, পুরোহিত, খ্রিস্টান ধর্মীয় যাজকসহ বিভিন্ন স্থরের মানুষ অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/৩০ মে, ২০১৮/মাহবুব