রাজধানীর গুলিস্তানে তৈয়বুর রহমান (২২) নামে এক কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। গুলিস্তানের একটি বাসা থেকে আজ সন্ধ্যার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় তার দুই হাত রশি দিয়ে সামনের দিকে বাঁধা ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার