রাজধানীর পরীবাগে বিদ্যুৎ অফিসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার ফরিদ জানান, রাত সাড়ে ৮টার দিকে পরীবাগের বিদ্যুৎ অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অাগুন নিয়ন্ত্রণে ঘটনা স্থলে ছয়টি ইউনিট কাজ করেছে।
এদিকে অগ্নিকাণ্ডের পর ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরপুল এবং পরীবাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান/ ওয়াসিফ