রাজধানীর পূর্ব রামপুরা ডিআইটি রোডে বকেয়া বেতন পরিশোধের দাবিতে আশিয়ানা গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে প্রায় তিন ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। বেলা পৌনে ২টার দিকে পুলিশের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন।
জানা গেছে, শ্রমিকরা তিন মাস ধরে বেতন, ওভার টাইমের টাকা পাননি। কথা ছিল বৃহস্পতিবার তিন মাসের বকেয়া বেতনসহ ওভার টাইমের টাকা পরিশোধ করবে। এজন্য গত ২৫ মে শ্রমিকদের সঙ্গে চুক্তি করে মালিকপক্ষ। কিন্তু সকালে শ্রমিকরা এসে দেখেন গার্মেন্টস বন্ধ। এরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে নামেন। শ্রমিকদের অবরোধে সড়কের দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সাইফুল ইসলামের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান