আসন্ন ঈদ-পূজাসহ সকল ধর্মীয় উৎসবের ১০ দিন পূর্বে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-বোনাস পরিশোধসহ ৯ দফা দাবিতে বরিশালে পথসভা ও মানববন্ধন করেছে বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে এই পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা অ্যাডভোকেট এ.কে আজাদের সভাপতিত্বে মানববন্ধন ও পথসভায় বক্তব্য দেন আইনজীবী লিংকন গায়েন, রেজাউল ইসলাম খোকন, আলাউদ্দিন মোল্লা, জে.কে মুকুল, দিপংকর কুন্ড ও তুষার সেন প্রমুখ।
বক্তারা লঞ্চ-স্টিমার, বাস-রেল সহ যানবাহনের ভাড়া কমানো, পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা নিশ্চিত করে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বন্ধ করা, শ্রমিক নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, চাঁদাবাজ সন্ত্রাসী অজ্ঞান পার্টি, ছিনতাই প্রতিরোধ ও আইন শৃঙ্খলা উন্নয়নর জোর দাবি জানান।
বিডি প্রতিদিন/ফারজানা