ভোলার লালমোহন-তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রাজধানী ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বিকালে ধানমন্ডি-৩’র একটি রেস্টুন্টে দোয়া ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য এবং যুবলীগের প্রেসিডিয়াম নূরুন্নবী চৌধুরী শাওন।
বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বঙ্গবন্ধু পরিষদ’ র সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এসপি মাহাবুবুর রহমান, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, যুবলীগের ঢাকা মহানগরের নেতা মাকসুদুর রহমান মাকসুদ, তজুমদ্দিন উপজেলা সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম হাওলাদার, লালমোহন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল প্রমুখ।
এছাড়াও ইফতার মাহফিলে লালমোহন ও তজুমদ্দিনের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, ওলামা লীগ, শ্রমিক লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন