রাজশাহীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহী মহানগর পুলিশের কর্ণহার থানার করমজা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন বেলাল ও নাজমুল। তাদের বাড়ি ওই এলাকাতেই। তারা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।
ঘটনার পর র্যাব-৫ এর পক্ষ থেকে মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠিয়ে জানানো হয়, করমজা এলাকায় র্যাব-৫ এর সঙ্গে একদল মাদক ব্যবসায়ীর গুলি বিনিময় হয়েছে। এতে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, রাত ১২টার দিকে র্যাব সদস্যরা ওই দুই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তাদের দু'জনেরই বুকে গুলির চিহ্ন দেখা গেছে। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।
র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান চালাতে গেলে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ঘটনাস্থলে ৫ জোড়া স্যান্ডেল পরে ছিল। এতে ধারণা করা হচ্ছে, সেখানে আরও অনেকেই ছিল।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর/ ওয়াসিফ