আসন্ন জাতীয় বাজেটে শিক্ষাখাতে ২৫ ভাগ বরাদ্দ রাখাসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসন, সরকারি বিএম কলেজে হল রুম এবং সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক সংকট পূরণ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার উদ্যোগে শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোজোম্মেল হক সাগরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য সচিব ও মেয়র প্রার্থী ডা. মনিষা চক্রবর্তী, মতিউর রহমান, মো. রিমন, নাসরিন আক্তার টুম্পা, সাগর দাস, ইমাম হাসান, নিলিমা জাহান, নবীন আহমেদ ও আখতারুন নাহার প্রমুখ। মানববন্ধন শেষে একই দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল করে তারা।
বিডি-প্রতিদিন/ ই-জাহান