সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি শনিবার সাংবাদিকের সাথে মত বিনিময় করেছেন। বিকাল ৫টার দিকে গাজীপুরের কাপাসিয়ার সরকারি ডাক বাংলোতে এ মতবিনিময় হয়।
এ সময় সাংবাদিকদের সামনে সরকারের নানা উন্নয়ন ও নিজের নানা পরিকল্পনা তুলে ধরেন সিমিন হোসেন রিমি। বিশেষ করে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
তিনি বলেন, সারাদেশের সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে চিকিৎসার দিক দিয়ে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থান ষষ্ঠ।
এ সময় কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, ছাত্রলীগের সাবেক সভাপতি রাজীব ঘোষ, ছাত্রলীগ সভাপতি আব্দুল কাইয়ুম।
পরে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম